জুম্ম জাতির জাতীয় শোক দিবস উপলক্ষে জেএসএস কর্তৃক “উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা”-এর আয়োজন
....................................................................
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি
সমিতি আগামী ১০ই নভেম্বর ২০১৩ জুম্ম জাতির অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা
ও তাঁর আট সহযোদ্ধার মৃত্যু দিবস তথা ৩0তম জুম্ম জাতির জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে (১ম থেকে ৫ম শ্রেণী) অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের
জন্য “চিত্রাংকন প্রতিযোগিতা” এবং উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য “উপস্থিত
বক্তৃতা”-এর আয়োজন করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
শ্রী তাতিন্দ্র লাল চাকমার স্বাক্ষরিত পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, চিত্রাংকন প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের থেকে প্রথম স্থান অধিকারী ১ (এক) জন, দ্বিতীয় স্থান অধিকারী
২ (দুই) জন ও তৃতীয় স্থান অধিকারী ৩ (তিন) জন মোট ৬ (ছয়) জন এবং অনুরূপভাবে উপস্থিত
বক্তৃতায় অংশগ্রহণকারী ১ম ১ জন, ২য় ২ জন ও ৩য় স্থান অধিকারী ৩ জন মোট ৬ (ছয়) জনসহ
সর্বমোট ১২ (বার) জনকে সংগঠন থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা:
সাথোয়াই অং মারমা
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি
সমিতি।
ফোন: ০১৫৫৬৭৭০৯১২
No comments:
Post a Comment