জুম্ম
জাতীয় শোক দিবস উপলক্ষে "আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনে মানবেন্দ্র নারায়ণ লারমা'র
অবদান" বিষয়ে রচনা লেখা আহবান।
আসছে ১০ই নভেম্বর'১৩,
জুম্ম জাতির
জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত
ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। জুম্ম জাতির অগ্রদূত মহান
নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ও তাঁর ৮ সহযোদ্ধার স্মরণে "আত্মনিয়ন্ত্রণাধিকার
আন্দোলনে
মানবেন্দ্র নারায়ণ লারমা'র অবদান" বিষয়ে সংগঠনটি রচনা লেখা আহবান করেছে। পার্বত্য
চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক কাকলী খীসার স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায়
মোট ৬ (ছয়) জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। প্রথম পুরস্কার হিসেবে প্রথম ১
জন বিজয়ী পাবেন, ১টি Laptop Computer। দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ জন বিজয়ী
পাবেন, ১টি করে Digital Camera এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩ জন বিজয়ী
পাবেন, ১টি করে Mobile Phone।
কম্পিউটারে Microsoft Word-এ SutonyMJ (Size ১৪) ফন্টে টাইপ করা ১,০০০
(এক হাজার) শব্দের মধ্যে রচনাটি লিখে নিজের (ছাত্র-ছাত্রীর) নাম, শ্রেণী, কলেজ/
বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ১৫ অক্টোবরের
মধ্যে নিম্নলিখিত ঠিকানায়
পাঠাতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঠিকানাঃ
কাকলী খীসা
তথ্য ও প্রচার সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটি
কেন্দ্রীয় কার্যালয়, কদমতলী,
খাগড়াছড়ি।
মোবাইলঃ ০১৫৫৬৫৩৭৫৩২
No comments:
Post a Comment